চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারমুখী চলন্ত ট্রাকের উপর গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নস্থ নয়াপাড়ায় আরকান সড়কে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মুহাম্মদ মিজান। সে কক্সবাজার জেলার বদরখালী এলাকার কামাল হোসেনের পুত্র। পেশায় মাছ ব্যবসায়ী। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি চলন্ত একটি মিনিট্রাকের উপর মহাসড়কের পাশে থাকা একটি মরা গাছ ভেঙ্গে পড়ে। এতে মিনিট্রাকের পেছনে থাকা ১ জন ঘটনাস্থলে নিহত হন।
পূর্বকোণ/পিআর