চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার-মহেশখালী রুটে কমল স্পিডবোট ভাড়া

কক্সবাজার সংবাদদাতা

২০ আগস্ট, ২০২৪ | ৬:২৯ অপরাহ্ণ

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে ভাড়া কমানোসহ বিভিন্ন দাবিতে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন নতুন ভাড়া তালিকা আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর করে ঘাটে পোস্টার টাঙিয়ে দেওয়া হবে বলে জানান।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে জেলা প্রশাসন বাধ্য হয়ে স্পিডবোট ভাড়া জনপ্রতি ৯০ টাকা এবং কাঠের বোট ভাড়া জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করেছে। এছাড়াও অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়নের ঘোষণা দেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা।

 

কক্সবাজার-মহেশখালী নৌরুটে ছাত্রজনতার ১০ দফা দাবি আদায়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে, যা শেষ পর্যন্ত প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সমাপ্ত হয়েছে।

 

মহেশখালী উপজেলা থেকে বের হওয়া একটি বিশাল মিছিল, কক্সবাজার শহরে অবস্থানরত মহেশখালীর সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণির মানুষ শহরের গুণগাছ তলায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। ছাত্র-জনতা তাদের ১০ দফা দাবি আদায়ের জন্য জোরালোভাবে দাবি জানিয়ে আসছিল। দাবিগুলোর মধ্যে স্পিডবোট ভাড়া কমানো, গণপরিবহন চালু করা, লাইফ জ্যাকেট সরবরাহ করা এবং নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা অন্যতম।

 

দীর্ঘ আলোচনার পর জেলা প্রশাসন ছাত্র-জনতার কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়। আগামীকাল বুধবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ সময় দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অতিরিক্ত জেলা প্রশাসক রোবাইয়া আফরোজ, আরডিসি মনজুর আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম ছাত্রজনতার প্রতিনিধির সাথে কথা হয়। তারা ছাত্রজনতার ১০ দফার মধ্য থেকে তাৎক্ষণিক স্পিডবোট ভাড়া ৯০ টাকা ও কাঠের বোট জনপ্রতি ৩০ টাকা ভাড়া নির্ধারণ করেন। তবে, অন্যান্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রশাসন।

 

ছাত্র-জনতা প্রশাসনের সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে।

 

এ বিষয়ে আরিফুল ইসলাম নামে এক চিকিৎসক জানান, এই আন্দোলন স্থানীয় সরকারকে জনগণের চাহিদা মেটাতে বাধ্য করেছে এবং এটি সুশাসনের একটি উদাহরণ।

 

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হোসাইন জানান, প্রশাসন আমাদের ১০টা দাবির কয়েকটি মেনে নেওয়ায় আমরা আন্দোলন থেকে সরে গিয়েছি। তবে বাকি দফাগুলো আগামী কয়েকদিনে বাস্তবায়ন না করে তাহলে আবারও ছাত্র-জনতা মাঠে নামবে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট