চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ান ক্লাবকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের এইচপি দল। সেমিফাইনালে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ২১ রানে হারিয়েছে তারা।

 

ডারউইনের টিআইও স্টেডিয়ামে রবিবার আগে ব্যাট করতে নেমে লাল-সবুজের প্রতিনিধিরা শামীম হোসেন পাটোয়ারীর ৪১ রানের সুবাদে প্রথম ইনিংসে ১৩৮ রানের পুঁজি দাড় করায়। ছোট হলেও সেই রানে এইচপি ডিফেন্ড করতে পেরেছে রিপন-রাকিবদের দুর্দান্ত বোলিংয়ে। যার বিপরীতে নর্দান টেরিটরি মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায়।

 

টস হেরে ব্যাটিংয়ে নামা এইচপির টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। প্রথম ওভারেই আউট হন জিসান। পাওয়ার প্লের মধ্যে তানজিদও বিদায় নিয়েছেন। তার পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন। কিন্তু ২৫ রানের বেশি যোগ করতে পারেননি তারা। ৩ বলের মধ্যে দুজনেই আউট হয়েছেন। আফিফ ১৬ বলে ২২ রান করেছেন। পারভেজ ২৩ বলে করেছেন ১৭।

 

এমন পরিস্থিতিতে এই ম্যাচেও হাল ধরেন শামীম। প্রান্ত আগলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সঙ্গে ছিলেন মাহফুজুর। তারা ৪৯ রানের জুটি গড়েন। মাহফুজুর ২০ বলে ২১ রানে ফিরলে ভাঙে জুটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও প্রয়োজনের সময় জুটি গড়েছিলেন শামীম-মাহফুজুর। আজকেও তাদের অবদানে ৭৭ রানে ৫ উইকেট হারানো এইচপি ২০ ওভারে ৬ উইকেটে তুলতে পারে ১৩৮ রান।

 

জবাবে রিপন মন্ডল ও রকিবুল হাসানদের দারুণ বোলিংয়ে খেই হারায় নর্দার্ন টেরিটরি। ৯ উইকেটে ১১৭ রানে থামে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ওয়েদারাল্ড। ১৯ রানে অপরাজিত ছিলেন ম্যালাডে।

৩৬ রানে ৩ উইকেট নেন রিপন। ম্যাচসেরাও ছিলেন তিনি। রকিবুল নিয়েছেন ২ উইকেট।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন