চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

অবশেষে খুলল বিনামূল্যের সেই মৃতদেহের গোসলখানা

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪ | ১০:০২ অপরাহ্ণ

প্রায় আড়াই বছর পর অবশেষে উন্মুক্ত হয়েছে চমেক হাসপাতালে নির্মাণ করা মৃতদেহের আধুনিক গোসলখানা। ফলে মৃত্যু হওয়া গরিব ও দুঃস্থদের সম্পূন্ন বিনামূল্যে গোসল এবং কাফন পরানো যাবে ‘শেষ স্পর্শ’ নামে আধুনিক এ গোসলখানায়। গতকাল বুধবার সকালে চমেক হাসপাতালের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন গোসলখানাটি উন্মুক্ত করা হয়। এর আগে ২০২১ সালে ৮ আগস্ট চমেক হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের পাশে আধুনিক গোসলখানা নির্মাণের কাজ শুরু করে আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশন। একই বছরের ১৪ সেপ্টেম্বর কক্ষ নির্মাণসহ সকল যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করে। কিন্তু ‘অজ্ঞাত’ কারণে একই বছরের ২২ নভেম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেয় তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বিষয়টি নিয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর বর্তমান হাসপাতালের পরিচালক গোসলখানাটি চালুর অনুমতি দেন।
গতকাল আনুষ্ঠানিকভাবে ‘শেষ স্পর্শ’ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব শিকদার, সাধারণ সম্পাদক ও সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা, কার্যকরী পরিষদের সদস্য জিয়া উদ্দীন খালেদ এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ফাউন্ডেশনের অন্যতম মানবিক প্রকল্প ‘শেষ স্পর্শ’। দীর্ঘদিন পরে হলেও আধুনিক এ মৃতদেহের গোসলখানা উন্মুক্ত হয়েছে। এখানে গরিব ও দুঃস্থদের কাফনসহ সম্পূর্ণ বিনামূল্যে মৃতদেহের গোসলের ব্যবস্থা করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট