চট্টগ্রাম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

সাতকানিয়ায় ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি

সাতকানিয়া সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণ, ফ্যাসিবাদের লেজুড়বৃত্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে  তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে।

 

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ করে তারা।

 

এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক অনুপম মহাজনের পদত্যাগের দাবি চেয়ে স্লোগান দেয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও এই বিক্ষোভকে সমর্থন করে তাতে অংশগ্রহণ করেন।

 

শিক্ষার্থীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় শিক্ষার্থীদেরকে বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষক নানাভাবে হেনস্তা করেন। তাই প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগ দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেয়।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক অনুপম মহাজন অভিযোগ অস্বীকার করে জানান, জসিম উদ্দিন নামে একজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি গত কয়েক বছর ধরে আমার সাথে এসব কুৎসা রটাচ্ছে। আমি একজন শিক্ষক থাকতে চাই। আমাকে জসিম উদ্দিন হত্যার হুমকিও দেন।

 

খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, প্রধান শিক্ষক তার কুকর্ম ডাকতে আমার নামে এসব বলছে। তিনি বিভিন্ন স্থানে আমার নামে অভিযোগ দিচ্ছে কিন্তু আমি সেখানে গেলে তিনি আর উপস্থিত হচ্ছেন না। মূলত তিনি দুর্নীতিবাজ একজন মানুষ।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট