চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি বিবেচনায় নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিনদিনের ছুটি দাবির বিষয়টি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ তথ্য জানান।

 

হিন্দু সম্প্রদায়ের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তাদের সাথে কথা বলেছি। আমি তাদের কথা দিয়েছি এ বিষয়ে আমি অবশ্যই কথা বলব। দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় পূজা। আমি তাদের বলেছি, এ মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শক্তভাবে সুপারিশ করব যাতে দুর্গাপূজায় তিনদিন ছুটি হয়। সেটি না হলেও একান্ত যেন দু’দিন ছুটি হয়। কারণ একদিন ছুটি হওয়ায় যারা চাকরি করেন তারা যেতে পারেন না। আমার মনে হয় এটা কোন ইনজেনুইন ব্যাপার না।

 

তিনি বলেন, আপনারা অনেকে আমাকে নির্বাচন কমিশনে দেখেছেন, আমি মিশন নিয়ে আসি এবং সেটি পূরণ করার চেষ্টা করি। নির্বাচনেও তাই করেছিলাম। এবার আমার আরেকটি মিশন হচ্ছে ‘পলিটিক্যাল পার্টি এক্ট’। এটা নিয়ে আমরা বসব এবং তৈরি করব। এই এক্টের মধ্যে যারা রাজনীতি করতে পারবে করবে, না পারলে করবে না।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট