বাজারে তিনমাস পর বরবটি, কাকরোল, পটল, চিচিঙ্গা, বেগুন, ঢেঁড়সসহ প্রায় সাত রকমের সবজির দাম কিছুটা কমেছে। তবে সেই দামেও স্বস্তি নেই ক্রেতাদের মনে। এসব সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে মিলছে। এদিকে, সপ্তাহের ব্যবধানে ফের ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে মাছের দাম।
গতকাল বৃহস্পতিবার নগরীর দুই নম্বর গেট কর্ণফুলী কমপ্লেক্স ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসময় দুই বাজারে বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাকরোল ৮০ থেকে ৯০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকায়, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকায়, বেগুন ৬০ থেকে ৭০ টাকায়, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকায়, কাঁচামরিচের কেজি ১২০ টাকা এবং টমেটো ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, মে মাসের মধ্যম সময়ের দিকের বাজার দর বিশ্লেষণ করে দেখা যায়, তখন থেকে ধাপে ধাপে দাম বাড়তে থাকে এ সবজিগুলোর। তখন বরবটি দাম বেড়ে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা, কাকরোল ১২০ থেকে ১৩০ টাকা, পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচের কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং টমেটো ২০০ টাকায় বিক্রি হয়।
দুই নম্বর গেটের ব্যবসায়ী পলাশ বলেন, তিনমাস আগে থেকে ধাপে ধাপে সবজির দাম বাড়ে। বিশেষ করে সে সময় প্রচণ্ড গরম পড়ে। দাবদাহে সবজির চাহিদার চেয়ে যোগান কম ছিল। আবার বৃষ্টি না হওয়ায় কৃষকরা সমস্যায় পড়ে যায়। এসময় উৎপাদনে সমস্যা হয়। তাই কাঁচাবাজারের দাম বাড়তে থাকে।
কর্ণফুলীতে অফিস থেকে ফেরার পথে ঘরের জন্য বাজার করছেন মো. শাহাদাত। তিনি বলেন, সবজির দাম কমেছে দেখে খুশি হওয়ার কিছু নেই। কারণ প্রতিটি সবজিতে দাম বাড়ার সময় বেড়েছে ২০ থেকে ৬০ টাকার বেশি। আর কমার সময় কমেছে মাত্র ১০ থেকে ২০ টাকা। এটাকে কমেছে বলা যাবে না।
এদিকে এখনো অপরিবর্তিত রয়েছে আলু। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শসার দাম কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়ো পাকা ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়ো ৫০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা এবং রসুন ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ১৭০ টাকা, এছাড়া লেয়ার মুরগি ৩৫০ টাকা এবং সোনালি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা।
সবজির মত কিছু মাছের দামও কমতে দেখা গেছে। আকার ভেদে রুই ২৬০ থেকে ৩৬০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৬০ টাকা, পাঙ্গাস ১৪০-১৮০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ টাকা, চিংড়ি আকার ভেদে ৪০০ থেকে ৮০০ টাকা, রূপচাঁদা জাত ও আকার ভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া মাছ ২০০ থেকে ২৩০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, সুরমা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পূর্বকোণ/এসএ