চট্টগ্রামের বাঁশখালীতে কোটা আন্দোলনে ১৭০০ জন নিহত হয়েছে বলে ফেসবুকে এমন উস্কানিমূলক পোস্ট দিয়ে রেজাউল আজিম (২৬) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। রেজাউল আজীম গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা গ্রামের মৃত দানু মিয়ার ছেলে।
বুধবার (৩১ জুলাই) রাতে পৌরসভার জলদি মিয়ারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজাউল আজীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট ও লেখালেখি করে আসছিলেন।
অভিযোগ রয়েছে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকে নামে বেনামে একাধিক আইডি খুলে সরকারবিরোধী উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছিল। গত এক সপ্তাহ ধরে পুলিশ তার গতিবিধি লক্ষ্য রাখে। সর্বশেষ গতকাল বুধবার রেজাউল আজিম কোটা আন্দোলনে ১৭০০ মানুষ মারা গেছে বলে এক উস্কানিমূলক পোস্ট দেন। পোস্টটি দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/পিআর