চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রাথমিক বিদ্যালয় খুলছে রবিবার, তবে বন্ধ থাকবে সিটি কর্পোরেশন এলাকায়

অনলাইন ডেস্ক

৩১ জুলাই, ২০২৪ | ৫:৫৬ অপরাহ্ণ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে আগামী রবিবার (৪ আগস্ট) থেকে। তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে না।

 

১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলা পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪ আগস্ট থেকে শুরু হবে না শ্রেণি কার্যক্রম।

 

বুধবার (৩১ জুলাই) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

একই সময় থেকে শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিংসেন্টারগুলো খোলা হবে। ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে।

 

উপসচিব আক্তারুন্নাহারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউ সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় বিবেচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে ১৬ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট