চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন: চট্টগ্রামে ৩৪ মামলায় গ্রেপ্তার ৯৮৩

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৪ | ৫:০১ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, নিহতের ঘটনায় চট্টগ্রাম নগর ও জেলায় হওয়া ৩৪ মামলায় গতকাল সোমবার আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলায় গ্রেপ্তার হয়েছে ৫ জন এবং নগরীতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে গত ১৫ দিনে গ্রেপ্তার আসামির সংখ্যা ৯৮৩ জন।

এছাড়া মঙ্গলবার (৩০ জুলাই) কর্ণফুলী থানায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ১৮ ও ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই নিয়ে নগরীতে মামলার সংখ্যা দাঁড়াল ২৩।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নগরীর একটি ভবন থেকে ছাত্রলীগের নেতাদের ফেলে দেওয়া ও মারধরের ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত নগরীতে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় ২৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনসহ মোট ৫৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ মোট ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট