চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএসের বিজ্ঞপ্তি: পিএসসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৪ | ২:৩৩ অপরাহ্ণ

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হবে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বুধবার  গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

 

পিএসসি চেয়ারম্যান বলেন, গতকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন হয়েছে জেনেছি। কিন্তু এখনও সেটি পূর্ণাঙ্গভাবে দেখা হয়নি। আজ হাতে পেলে চুলচেরা বিশ্লেষণ করা হবে, সেই অনুযায়ী পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সব কোটা বাতিল করা হয়। তবে ১৪তম থেকে ২০তম গ্রেডে (মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কোটা ছিল। যদিও প্রতিষ্ঠান ভেদে এসব পদের কোটায় কিছু ভিন্নতা আছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট