ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভকারী গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের রিসেপশন ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধায় গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। বিকাল ৩টা থেকে রাস্তায় অবস্থান করার পরও বিটিভিতে ঢুকতে পারিনি। প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি আমরা। পরে আমাদের গাড়ি সাড়ে ৪টার দিকে ফিরে আসে।
বিটিভির পরিচালক (প্রশাসন) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নিচতলার গ্যারেজসহ বিভিন্ন রুমে আগুন দিয়েছে। আগুন এখনও জ্বলছে। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ এখনও আসেনি। আমরা ভেতরে আটকা আছি। পরিস্থিতি খারাপ। তবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অফিস ও আর্কাইভ নিরাপদ আছে। বাইরে শত শত বিক্ষোভকারী অবস্থান করছে।
পূর্বকোণ/পিআর