চট্টগ্রামের সাতকানিয়ায় নাসির উদ্দিন নামে একব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় পলাতক আসামি মো. মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মামুন উপজেলার মৈশামুড়া এলাকার মৃত ফরিদ আহাম্মদ মৌলভীর ছেলে।
সোমবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টায় চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর বাদামতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম। তিনি বলেন, সাতকানিয়ার মৈশামুড়া গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন এবং তার বড় ভাইয়ের মাঝে পৈত্রিক জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে গত ৯ জুলাই নাসির উদ্দিনকে তার ভাই ও তার ভাইয়ের সহযোগীরা পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় তিনজনকে আসামিক করে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর বাদামতলা এলাকা থেকে এ মামলার আসামি মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ