চট্টগ্রাম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

সাতকানিয়ায় দুই রাইস মিলকে ৭০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৪ | ৫:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় চাল মোড়কজাতকরণে পাটজাত পণ্য ব্যবহার না করায় দুই রাইস মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার কেরানিহাটে অবস্থিত আলিফ মীম অটো রাইস মিলকে ৩০ হাজার ও শাহজালাল অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

 

তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু কেরানিহাটে দুটি অটো রাইস মিলে চাল মোড়কজাতকরণে পাটজাত পণ্য ব্যবহার না করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অটো রাইস মিল কর্তৃপক্ষকে পাটজাত পণ্য ব্যবহারের জন্য দিকনির্দেশনা দেয়া হয়।

 

অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম পাট পরিদর্শক বাবুল চন্দ্র দাশ, সাতকানিয়া থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট