চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে নারীর আত্মহত্যা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৪ | ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এনজিও’র কিস্তির টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মধ্যবয়সী এক নারী। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড মধ্যম মাহমুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম বিবি খাদিজা ওরফে পুতুল বেগম (৫০)। তিনি ঐ এলাকার জহিরুল ইসলামের স্ত্রী।

 

নিহতের ভাই আশিক জানান, তার বোন স্বামী পরিত্যক্তা ছিলেন। তাই সবসময় অভাব লেগে থাকত। তিনি বাধ্য হয়ে ছেলেদের জন্য এবং সংসার খরচের জন্য বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন।

 

তিনি আরও জানান, সোমবার দুটি এনজিও সংস্থার কিস্তির টাকা দেওয়ার তারিখ ছিল। কিস্তির টাকা নিয়ে রাতে ছেলে আব্দুল আজিজের সাথে কথা কাটাকাটি হয়েছিল তার। ছেলে টাকা দিতে রাজি হয়নি। তাই কিস্তির টাকা দিতে না পারলে অপমানিত হতে হবে, এই মানসিক চাপ থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নেন পুতুল।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধির খবরের ভিত্তিতে নিহত ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট