চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প, যোগ দেবেন রিপাবলিকান সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২৪ | ২:৪১ অপরাহ্ণ

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। এছাড়া পরিকল্পনা অনুযায়ী ট্রাম্প রিপাবলিকান সম্মেলনে যোগ দেবেন বলেও জানানো হয়েছে। রবিবার (১৪ জুলাই) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

সংবাদমাধ্যমটি বলছে, কানে গুলি লাগার পর ডোনাল্ড ট্রাম্প স্থানীয় যে হাসপাতালে এসেছিলেন, চিকিৎসা শেষে সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন বলে বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজকে দুটি সূত্র নিশ্চিত করেছে। তবে হাসপাতাল ছেড়ে তিনি ঠিক কোথায় যাচ্ছেন সেটি এখনও পরিষ্কার নয়। পেনসিলভানিয়ার বাটলারের সমাবেশের পর তার নিউজার্সিতে যাওয়ার কর্মসূচি ছিল।

 

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। ওই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হবে।

 

সোমবার ওই সম্মেলন শুরু হওয়ার কথা, যেখানে ট্রাম্পকে তার ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা রয়েছে। প্রচার দল জানিয়েছে, ট্রাম্প ‘ভালো আছেন’ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন, যারা হামলার পরপরই তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে।

 

এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। এর আগে সংস্থাটি জানায়, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল ‘হত্যাচেষ্টা’।

 

স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর অতর্কিত ওই হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, সমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যে হঠাৎ ট্রাম্প নিচে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন