চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কথিত মা পরিচয়ে শিশু অপহরণের চেষ্টা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৪ | ১২:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকার বাড়ির সামনে গত বুধবার বিকেলে খেলতে থাকা ছয় বছরের শিশুটিকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিল সংঘবদ্ধ পাচারকারী একটি চক্র।

 

পরদিন বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে লেগুনায় করে পাচারের সময় বায়েজিদ বোস্তামী এলাকায় সংঘবদ্ধ পাচারকারী চক্রটি যাত্রীদের হাতে ধরা পড়ে। ওই সময় লেগুনার যাত্রীরা শিশুটির অস্বাভাবিক আচরণ ও কান্না দেখে কৌতূহল হয়ে শিশুটির সাথে থাকা মা পরিচয়ে এক কিশোরীকে আপত্তি জানালে শঙ্কিত হয়ে পড়ে। এতে করে কথিত মা পরিচয়ে কিশোরীকে নিয়ে যাত্রীদের সন্দেহ হলে তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

 

এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে ওই কিশোরী। পরে হাটহাজারী থানা পুলিশ এসে নিয়ে যায় কিশোরী ও শিশুটিকে। পরবর্তীতে আজ শুক্রবার (১২ জুলাই) উক্ত ঘটনায় অভিযান চালিয়ে থানা পুলিশ অপহরণ চক্রে জড়িত দুই কিশোরী ও দুই যুবকসহ চারজনকে গ্রেপ্তার করে।

 

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. সজীব হোসেন।

 

গ্রেপ্তাররা হল- নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার সাইফুল ইসলাম (৩১), একই জেলার রামগতি উপজেলার জান্নাতুল ফেরদৌস (১৫), রাউজান পৌরসভা এলাকার জাহাঙ্গীর আলম ও নগরীর বায়েজিদ এলাকার হীরা আকতার টুনি (১৭)।

 

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, ঘটনায় অপহরণকৃত শিশুটির বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ছয় বছরের শিশুটিকে লেগুনায় করে পাচার করা হচ্ছিল ১৫ বছরের কিশোরীকে মা সাজিয়ে। ওই সময় লেগুনায় থাকা তরুণ মো. রিয়াজ নামে এক যাত্রীর সন্দেহ হয় কথিত মা ও শিশুর বয়স ও কান্নাকাটি দেখে। এ কৌতূহল থেকেই রক্ষা পায় শিশুটি, ধরা পড়ে সংঘবদ্ধ চার পাচারকারী চক্র। এরমধ্যে দুই কিশোরীকে সেফ হোমে এবং দুই আসামিকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট