মহেশখালী উপজেলার মাতারবাড়ি-কালারমারছড়ার লাগোয়া কোহোলিয়া নদী থেকে মাছ আহরণ করে সংসার চলত কবির আহমদ। ওই নদী থেকে মাছ আহরণ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
আজ শুক্রবার (১২ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী।
গত বুধবার বিকেল ৫টায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইরারডেইলের বাসিন্দা জেলে কবির আহমদ (৫০) ও মোটরসাইকেল আরোহী কালারমারছড়া ইউনিয়নের চিকনি পাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন আহত হয়। তবে জেলে কবির আহমেদ মারা গেলেও গিয়াস উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ