চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামের রাউজান

মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে প্রাণ হারাল শিশু

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১২ জুলাই, ২০২৪ | ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মায়ের শয়নকক্ষে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে মারুফ হোসেন (৬ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের আরব ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মারুফ ওই এলাকার আলআইন প্রবাসী মো. বাবরের ছেলে।

নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, আমি রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে শয়নকক্ষে যাই। ছেলে খেলতে খেলতে আমার চোখ লেগে আসে, হঠাৎ উঠে দেখি ছেলে বিচানায় নেই। বিচানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ (শুক্রবার) সকালে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।

তবে স্থানীয় ইউপি সদস্য মো. আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে কেউ জানায়নি বলে জানান তিনি।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট