চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় মো. কামরুল আলম (৪৮) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২০ যাত্রী।
নিহত কামরুল মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে এবং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন। তিনি বলেন, ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন কামরুল। কিন্তু বাড়ির কাছাকাছি আসলে বাস তাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কামরুল।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে রয়েছে।
পূর্বকোণ/এএইচ