কক্সবাজার শহরে ভারী বর্ষণের কারণে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে বিকেলের মধ্যে পাহাড় ধসে ৩ জন নিহত হয়েছেন। রাতে শহরের কলাতলিতে পাহাড় ধসের ঘটনায় মিম নামে একজন নিখোঁজ ছিল। পরে রাত ১০ টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে মৃত উদ্ধার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৮ টার দিকে কলাতলির সৈকত পাড়ায় পাহাড় ধসে ৮ জনের একটি পরিবারের ৭ জনকে উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৬ টায় শহরের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পল্ল্যান কাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী গৃহবধূ জামিলা বেগম (৩০) এবং ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার প্রবাসী সাইফুলের ছেলে হাসান (৬) পাহাড় ধসে নিহত হন।
পরে বেলা ১২ টায় ঝিলংজার মুহুরিপাড়া এলাকায় পাহাড় ধসে গৃহবধূ লায়লা বেগম নিহত হন।
জানা যায়, কলাতলীতে পাহাড় ধসের ঘটনায় ৭ জন উদ্ধারকৃতদের মধ্যে দু’জন মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অবিরাম বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে ঝুঁকি বেড়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
পূর্বকোণ/এএইচ