বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে দুলাল চক্রবর্তী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দত্তপাড়া গ্রামের মৃত মোহিনী মোহন চক্রবর্তীর ছেলে। তার দুই ছেলে ও ১ মেয়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে দুলাল চক্রবর্তী ঘর থেকে বের হয়েছিলেন। তিনি সন্ধ্যায় ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে তার জুতো ভাসতে দেখে বোয়ালখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো.সাইদুর রহমান জানান, খবর পেয়ে রাত ৯টা ২০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। মরদেহ পরিবারের কাছে স্থানীয় কাউন্সিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পূজন/আরআর/এএইচ