চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে সড়কের কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক মো. জাফর (৩০) ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের পুত্র এবং ওই এলাকার পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আহতরা হলেন- ঝর্না (২৫), মফিজুর (৬০), সৌরভ (১০) ও আলাউদ্দীন (৫০)। আহত একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ডাক্তার দেখিয়ে মো. জাফর সস্ত্রীক সিএনজি অটোরিকশা নিয়ে ফটিকছড়িতে ফিরছিলেন। দিবাগত রাত দুইটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কাটিরহাট এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে অটোরিকশাটি পিছন থেকে ধাক্কা দিলে জাফর ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, গতকাল রাতে একটি ট্রাক নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময়ে পিছন থেকে ওই ট্রাকটিতে অটোরিকশা ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। গাড়িগুলো জব্দ রয়েছে। থানায় একটি মামলা হয়েছে ।
পূর্বকোণ/পিআর