চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে অর্থদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

১০ জুলাই, ২০২৪ | ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও প্রদর্শনের অপরাধে ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১০ জুলাই) বিকেল ৩টায় উপজেলার কেরানিহাট এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

 

অভিযানে মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা, মেসার্স রাইহান ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা, মেসার্স ইছা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা এবং প্রতিটি প্রতিষ্ঠানের  যথাক্রমে ৪০০ কেজি, ৩০০ কেজি ও ৪০০ কেজি পলিথিন  জব্দ করা হয়।

 

এ সময় উন্মুক্ত পরিবেশে ধুমপান করার অপরাধে একব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও বিক্রয়ে প্রদর্শন বা পসরা সাজানোর অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট