কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের লাগোয়া সড়কে দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী ও একজন পথচারী আহত হয়েছেন।
বুধবার (১০ জুলাই) বিকেল ৫টায় মাতারবাড়ি বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পথচারী সাইরারডেইলের বাসিন্দা কবির আহমদ (৫০) ও মোটরসাইকেল আরোহী কালারমারছড়া ইউনিয়নের চিকনি পাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারী কবির আহমদ কোহেলিয়া নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে সড়কের মাঝ পথে আবুল বিড়ির প্যাকেট পড়ে যায়। ঐ প্যাকেট নিতে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে প্রচণ্ড ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারী গুরুতর আঘাত পান। সাথে সাথে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
পথচারী কবির আহমদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ