চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি বুধবার (১০ জুলাই)।

 

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক। শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য সকাল সাড়ে ১১টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিল।

 

এর আগে ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখে আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ এ বিষয়ে শুনানি করেনি, ‘নট টুডে’ বলে আদেশ দেয়।

 

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয় চেম্বার আদালত।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট