চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে কাভার্ডভ্যানে মিলল সাড়ে ৬৫ হাজার ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২৪ | ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত ব্রিজের টোল প্লাজার সামনে থেকে সাড়ে ৬৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)।

 

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টায় টোল প্লাজার সামনে একটি কার্ভডভ্যান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল। তিনি জানান, কর্ণফুলীর শাহ আমানত ব্রিজের টোল প্লাজার সামনে ঢাকাগামী একটি কার্ভাডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে পাটাতনে বিশেষ কায়দায় তৈরি একটি চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেই চেম্বার থেকে সাড়ে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভেতরে পাটাতনে বিশেষ কায়দায় সুরক্ষিত এই চেম্বার তৈরি করা হয়েছিল।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করে তারা জানায়- কক্সবাজার থেকে এসব ইয়বা সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করাই ছিল তাদের উদ্দেশ্য। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট