চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১৭ টাকার চা বিলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুনের ঘটনার মামলায় এজাহারনামীয় ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই) উপজেলার ছদাহা ইউনিয়নের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সাকিব (২৪) ওই ইউনিয়নে ৬ নম্বর ছোট ঢেমশা এলাকার নুরুল আবছারের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছদাহা থেকে হত্যা মামলার আসামি সাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ২৮ মে দুপুর ২টায় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিঠার দোকান এলাকার জাকির স্টোরের সামনে ছুরিকাঘাতে মাহমুদুল হককে খুন করা হয়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন মেজ ভাই জিয়াবুল হক।
গত ৩ জুন চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করেন নিহতের বড় ভাই এনামুল হক। শুনানি শেষে আদালত সাতকানিয়া থানার ওসিকে অভিযোগটি সরাসরি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ