চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

হজে গিয়ে ৬২ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৫৬,৩৩১ জন

অনলাইন ডেস্ক

৮ জুলাই, ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৯ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দু’জন মারা গেছেন।

 

রবিবার (৭ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সোমবারের সর্বশেষ তথ্য এখনও প্রকাশ করেনি ধর্ম মন্ত্রণালয়।

 

বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৪৪টি ফ্লাইটে তারা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে।

 

এদিকে, চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৬২ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।‌ এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন, বাকি ৪৫ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবার নাম পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট