চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

প্রজননের মৌসুমে মাছ শিকার, ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

অনলাইন ডেস্ক

৭ জুলাই, ২০২৪ | ১১:৫২ অপরাহ্ণ

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পতেঙ্গা মুসলিমাবাদ ঘাট এলাকায়  অভিযান পরিচালনা করে ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ জনসম্মুখে ১ লক্ষ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কর্ণফুলী জোন) আসিফ মাহমুদ গালিব, পতেঙ্গা মডেল থানা ওসি মো. কবিরুর ইসলাম, সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক মো. জাকির হোসেন এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন সেকশন পিও এম এ আজিজ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট