চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বালুভর্তি ট্রাকে মিলল ৩০০ বস্তা ভারতীয় চিনি

অনলাইন ডেস্ক

৭ জুলাই, ২০২৪ | ১১:১৮ অপরাহ্ণ

ভারত থেকে বিভিন্ন কৌশলে সীমান্ত এলাকা দিয়ে সিলেটে প্রবেশ করছে চোরাই চিনি। সেগুলো আবার নানা পন্থা অবলম্বন করে পাচার হয় দেশের বিভিন্ন প্রান্তে। অভিনব এমনই এক পন্থা অবলম্বন করে শেষ রক্ষা হয়নি চোরাকারবারিদের। বালুভর্তি ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (৬ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমার পীর হাবিবুর রহমান চত্বর থেকে চিনি জব্দ ও একজনকে আটক করা হয়। আটক জাকির হোসেন (৩৪) সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পানিছড়া গ্রামের বাসিন্দা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মাদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পীর হাবিবুর রহমান চত্বর হয়ে বালুভর্তি একটি ট্রাক ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় চত্বরটিতে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন মোগলাবাজার থানা-পুলিশের সদস্যরা। তখন ট্রাকচালক বলেন, ট্রাকে বালু আছে। তবুও পুলিশ সদস্যরা ট্রাকে উঠে বালু সরালে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় কিছুর অস্তিত্ব পান। পরে ত্রিপল সরালে ভেতর থেকে বেরিয়ে আসে ভারতীয় চিনির বস্তা।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট