চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার স্বামীকে ৫ দিনের রিমান্ড আবেদন

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ জুলাই, ২০২৪ | ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ সানজিদা আক্তার রিপাকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

 

রবিবার (৭ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করে এই আবেদন করা হয়। এর আগে শনিবার রাতে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন রিপার বাবা।

 

থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখেরহাটের পূর্ব বাকখালি গ্রামের মো. রফিকের ভাড়াটিয়া সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রেহান উদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার রিপার (১৮) লাশ বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পাওয়া গেলে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার সময় তার স্বামী অটো চালানোয় ব্যস্ত ছিলেন বলে জানা গেলেও লাশ উদ্ধারের পর এটি হত্যার ঘটনা বলে সন্দেহ করে পুলিশ। ফলে লাশটি ময়নাতদন্তে পাঠানো হয়। পাশাপাশি ঐ রাতে নিহতের বাবা বাদী হয়ে রিপার স্বামী রেহান উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করে। পরে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এক গৃহবধূর লাশ তার খাটে শোয়ানো অবস্থায় আছে বলে জানতে পেরে আমরা সেখান থেকে লাশটি উদ্ধার করি। ঘটনার পর তার স্বামী ঘটনাটি আত্মহত্যা দাবি করলেও নিহতের গলার একটি দাগ ঘটনাটিকে সন্দেহজনক করে তোলে। তাই আমরা লাশ ময়নাতদন্তে পাঠিয়েছি। রাতে নিহতের বাবা বাদি হয়ে তার স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে আমরা আসামিকে আদালতে প্রেরণ করার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছি।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট