চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

পুকুরে মাছ ধরতে নেমে কিশোরের মৃত্যু পেকুয়ায়

পেকুয়া সংবাদদাতা

৬ জুলাই, ২০২৪ | ৫:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে মাছ ধরতে নেমে মিফতাহুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর ইউনিয়নের পশ্চিম নন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মিফতাহুল ওই এলাকার সাবেক সেনা সার্জেন্ট লিয়াকত আলীর ছেলে।

 

জানা গেছে, মিফতাহুল ইসলাম দুপুরে বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরতে নামে। কিন্তু পরিবারের সদস্যরা তার জাল দেখতে পেলেও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে পশ্চিম নন্দির পাড়ার মিফতাহুল ইসলাম পুকুরে মাছ ধরতে নেমে ডুবে মারা যায়। বিকেলে সাড়ে ৫টায় পশ্চিম নন্দীর পাড়ায় মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পূর্বকোণ/এমরান/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট