চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

রাউজানে জালে আটকে ছিল অজগর, পরে অবমুক্ত

রাউজান সংবাদদাতা

৬ জুলাই, ২০২৪ | ৪:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মাছ ধরার জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ইছামতি রেঞ্জের রাউজান রাবার বাগান বনে এটি অবমুক্ত করা হয়।

 

গতকাল শুক্রবার রাতে রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা কাজীর টিলা এলাকায় মাছ ধরার জালে আটকা পড়েছিল সাপটি। সেখান থেকে সাপটি উদ্ধার করে শনিবার সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করেন এলাকার লোকজন।

 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ স্টেশন অফিসার উজ্জ্বল কান্তি মজুমদার বলেন, সাপটি পাহাড়ি বনে অবমুক্ত করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট