বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কিশোরগঞ্জের হাওরে পানিতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবিদ রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।
শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ থানার হাছানপুরের হাওর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা হুমায়ুন মোরশেদ খান। তিনি বলেন, যেখানে আবিদ গোসল করতে নেমে নিখোঁজ হয় সেখান থেকে মাত্র ২০০ ফুট দূর থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।
তিনি জানান, আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করতেন। বেড়ানোর উদ্দেশ্যে গতকাল শুক্রবার সকালে ৭ বন্ধু মিলে কিশোরগঞ্জের হাওরে যায়। সেখানে বিকেল সাড়ে ৫টায় গোসল করতে নেমে স্রোতের মধ্যে নিখোঁজ হয়। এরপর শুক্রবার ও শনিবার ফায়ার সাভিস, ডুবুরিসহ প্রশাসন তাকে উদ্ধারের চেষ্টা করে। আজ দুপুর আড়াইটায় অবশেষে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।
তিনি আরও বলেন, আবিদ সাঁতার জানতো। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।
পূর্বকোণ/পিআর/এএইচ