চট্টগ্রামের চন্দনাইশে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ভ্যাকসিন দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
শুক্রবার (৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাতবাড়িয়ার নয়ন উদ্দীন (২৩), মফিজুর রহমান (৪), জাফরাবাদের পাপিয়া (৪), রুবেল দাশ (৩৫), মনোয়ারা বেগম (৪৫), রিয়া আক্তার (১৮), হুরাইন জান্নাত (৪), সাদিয়া আফরিন (১১), মো. রোবায়েত (১২), মো. হাবিব (৫) ও পাপিয়া আক্তার (১১)।
আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন দেয়া হয়। পাশাপাশি পরবর্তী ভ্যাকসিনগুলো নিয়মিত দেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরউদ্দীন।
পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ