চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

চন্দনাইশে পঞ্চাশোর্ধ ব্যক্তির লাশ উদ্ধার

চন্দনাইশ সংবাদদাতা

৫ জুলাই, ২০২৪ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল সুচিয়া কালী মন্দিরের সামনে থেকে পঞ্চাশোর্ধ এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৫ জুলাই) দুপুরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে গাউসিয়া কমিটি মানবিক টিমের নিকট হস্তান্তর করা হয়।

 

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে ঐ স্থানে অবস্থান করছিল। হয়তো খেতে না পেরে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না। স্বাভাবিকভাবে মুত্যৃ হয়েছে বলে ধারণা করেন তারা।

 

তার কোন পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৫০ বছর। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট