দেশব্যাপী ৩ কোটি চারাগাছ লাগানো পরিকল্পনা গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুলাই) সহস্রাধিক সদস্যদের মাঝে চারাগাছ বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক রাঙামাটির সাপছড়ি শাখা। সাপছড়ি শাখায় জোনাল ম্যানেজার উত্তম কুমার শীলের নেতৃত্বে এসব চারা বিতরণ করা হয়। এ সময় তিনি সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. আলহাজ্ব আলী মোল্লা, এরিয়া ম্যানেজার শফিউল্লাহ গাজী, শাখা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, শাখার কর্মকর্তা পাপেল চাকমা, রঞ্জন কুমার দে, শিখা চাকমা, প্রবিকা চাকমা, নয়ন চৌধুরী, রুপ্তি দাশ, কাঞ্চন দে প্রমুখ।