চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

৪ জুলাই, ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ৮ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগমন করেন।

এদিন বেলা ১১টায় প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৩৯ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক পরিচালিত ইনোভ্যাশন ভ্যালি পরিদর্শন করেন। এ সময় আইওএম কর্তৃক নবনির্মিত রোহিঙ্গা শেল্টার পরিদর্শন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম, জাতিসংঘ অনু বিভাগের ফাইয়াজ মুর্শিদ কাজী, মিয়ানমার অনু বিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির, পররাষ্ট্র সচিবের দপ্তর পরিচালক মো. জোবায়েদ হোসেন, মিয়ানমার অনু বিভাগের
সিনিয়র সহকারী সচিব বিশ্বজিৎ দেবনাথ, মিয়ানমার অনু বিভাগের সহকারী সচিব সাজ্জাদ হোসেন, মিয়ানমার অনু বিভাগের পিও টু ডিজি জাকির হোসেন ও শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট