বান্দরবানের লামায় পানির স্রোতে ভেসে যাওয়া মো. আলমগীর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর মেউন্দা মুসলিম পাড়ার মো. আলমাসের ছেলে।
বুধবার (৩ জুলাই) ফাইতং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়াস্থ সোনাইছড়ি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সোনাইছড়ি খালে পানির স্রোতে তলিয়ে যায় আলমগীর। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ খালে আলমগীরের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নিহতের পিতা মো. আলমাস বলেন, গতকাল মঙ্গলবার পাহাড় থেকে বাঁশের চালি নিয়ে বিক্রি করার জন্য পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথার গরুর বাজায়ে যায় আলমগীর। সন্ধ্যা ৬টায় আলমগীর বাঁশ বিক্রি করে বাড়ি ফেরার পথে তার বাড়ি সংলগ্ন সোনাইছড়ি খাল পার হওয়া সময় অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রোতে ভেসে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ কাছে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ