কক্সবাজারের চকরিয়ায় জেল ফেরত আসামির গুলিতে সুমি সুলাতানা (৩৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আহত সুমি ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (২ জুলাই) রাত ৮টায় উপজেলার বদরখালী ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, একবছর আগে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি সুলতানা বাদী হয়ে একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. বাবুলসহ আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় কয়েকজন জেল খেটে জামিনে বের হয়। এর মধ্যে বাবুলও একজন। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে বাবুলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে যায়। এ সময় দরজা খুলতে বললে কামাল উদ্দিনের স্ত্রী সুমি সুলতানা দরজা খোলার সাথে সাথে বাবুল তাকে দুটি গুলি করে। গুলি সুমির চোখে ও কানে লাগে। দ্রুত সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, সুমিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুমির বাম চোখ ও কান ক্ষতিগ্রস্ত হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ