যেকোনো মৃত্যু কষ্টের। প্রিয়জন হলে তো আরো বেশি কষ্টের, আর তা যদি হয় একাধিক প্রিয়জন! তাহলে সেই পরিবারের কি অবস্থা হতে পারে। তেমন একটি ঘটনা ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়। ছোট ভাইয়ের মৃত্যুর শোকে মারা গেছেন আপন বড় ভাই!
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড় মহেশখালীতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ছোট ভাই অছিউর রহমান মারা যাওয়ার পর তার জানাযার নামাজ শেষ করে সবাই বাড়ি ফেরার আগেই বড় ভাই মোহাম্মদ ছৈয়দও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছোট ভাই বাধ্যকজনিত রোগে আর বড় ভাই স্টোক করে মৃত্যুবরণ করেছেন। আজ দুপুরের নামাজের পর ছোটভাইয়ের এবং রাত সাড়ে ৯টায় বড় ভাইয়ের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুর কোলে ঢলে পড়া দুই ভাই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়ার মরহুম হাজি মফজল রহমানের ছেলে।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ