চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হাজার ইয়াবাসহ মো. ইসমাইল (৫৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ভাটিয়ারী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা এলাকার বাসিন্দা মৃত মো. ইব্রাহিম খানের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক তিন লাখ টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ