চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সিআইইউতে প্রোগ্রামিং কনটেস্ট

বিজ্ঞপ্তি

১ জুলাই, ২০২৪ | ৫:১৬ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বাড়াতে অনুষ্ঠিত হলো ‘ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট-১.০’।

 

সিআইইউর প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে সম্প্রতি নগরীর জামাল খান ক্যাম্পাসের মাল্টিমিডিয়া ল্যাবে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা ছাড়াও তাদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ সময় তারা জানান, নতুন স্বয়ংক্রিয় বিশ্বে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে কোডিংয়ের গুরুত্ব বাড়ছে তরুণদের কাছে। ডিজিটাল উদ্ভাবন এবং অটোমেশনের সঙ্গে কোডিং এখন তরুণদের দক্ষতা বৃদ্ধিতেও বড় সহায়ক হিসেবে কাজ করছে।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআইইউর স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত, ইটিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফ ইকবাল, কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান, সিআইইউর প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা এবং প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন