
নগরীর বায়েজিদে ট্রাক চালকের মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে বায়েজিদ মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন প্রকাশ জীবন (৩২), মো. ইউছুপ (২৫), আব্দুল আলী প্রকাশ কালু (৩২) ও মো. জাবেদ (২৬)। এদের মধ্যে মহিউদ্দিন, মো. ইউছুপ ও আব্দুল আলীর বিরুদ্ধে বায়েজিদ থানায় একাধিক মামলা আছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ