চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৫ দিন পর হাটহাজারীতে দুর্ঘটনায় আহত মানিকের মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

২৭ জুন, ২০২৪ | ১:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কের সরকারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ড্রাম ট্রাকচালক মো. মানিক (৩৬) পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন। বৃহস্পতিবার (২৭ জুন) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মানিক হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলবুলি পাড়া এলাকার মালিক নুর চেয়ারম্যানের বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মানিকের ছোট ভাই মোহাম্মদ নজরুল।

 

এর আগে শনিবার (২২ জুন) সরকারহাট বাজার এলাকায় মিতালী ক্লাবের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি জিপ (চাঁদের গাড়ি), একটি মিনি ট্রাক ও একটি পিকআপকে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে মানিকসহ ১২ জন আহত হন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট