চট্টগ্রাম মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪

সর্বশেষ:

এসএমই খাতে ৮ চ্যালেঞ্জ

মরিয়ম জাহান মুন্নী

২৭ জুন, ২০২৪ | ১০:৫২ পূর্বাহ্ণ

ব্যবসা পরিচালনা করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রায় আট ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এগুলো হলো উচ্চহারে ব্যাংক ঋণ, আমদানি খরচ বৃদ্ধি, দেশীয় উৎপাদিত পণ্যের রপ্তানি কম, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধি, কাঁচামালের চড়া দাম, পরিবহন খরচ বৃদ্ধি ও ডলার সংকট। এসব কারণে ব্যবসা পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।

 

এসব সমস্যা-সমাধানে করণীয় বিষয়ে কথা হয় কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার সঙ্গে। তাঁরা বলেন, বাংলাদেশে এমন অনেক পণ্য আছে (যেমন হাতে তৈরি অনেক ধরনের পণ্য) যার বাজার চাহিদা বিশ্বের অনেক দেশে রয়েছে। কিন্তু উদ্যোক্তা না থাকায় সেভাবে তৈরি হচ্ছে না। যদি ব্যবসায়িক বিভিন্ন শর্ত সহজ এবং প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রশিক্ষিত করা হয়, তবে নতুন উদ্যোক্তা তৈরি হবে। এসব পণ্য রপ্তানি করে যদি বিদেশের বাজার ধরা যায় তবে দেশ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, তেমনি নতুন উদ্যোক্তা তৈরি হবে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট