চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হালদায় ভেসে উঠা ১০ কেজির মরা কাতাল মাছ মাটিচাপা

রাউজান সংবাদদাতা

২৬ জুন, ২০২৪ | ৭:১১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু হ্যারিটেজ খ্যাত চট্টগ্রামের হালদা নদীর রাউজান অংশে একটি ১০ কেজি ওজনের মরা কাতাল মাছ ভেসে উঠে। পরে সেটি মাটিচাপা দেয়া হয়েছে।

 

বুধবার (২৬ জুন) সকাল সোয়া ৭টায় রাউজান উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়।

 

রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, মাছটি মরে গেছে। এটি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ কারণে উরকিরচর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার কাওছার আলমকে মাটিচাপা দিতে বলা হলে তিনি সেটি মাটিচাপা দেন।

 

উল্লেখ্য, হালদা নদী থেকে মঙ্গলবার একটি ডলফিন ও কয়েকদিন আগে ১২ কেজি ওজনের একটি কাতলা মা মাছ মরে ভেসে উঠেছিল।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট