চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিশুছাত্রকে যৌন নিপীড়ন, হেফজখানার শিক্ষককে গণপিটুনি রাউজানে

রাউজান সংবাদদাতা

২৬ জুন, ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে হেফজখানায় শিক্ষকের হাতে শিশুছাত্র যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনায় ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বার বার একই ঘটনা ফাঁস হওয়ার পর ওই হাফেজ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দিচ্ছে শিশুটির পরিবার।

 

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় গণপিটুনির পর রাত ৯টায় পুলিশ ওই হাফেজ শিক্ষককে থানায় নিয়ে যাওয়ার আগে চিকিৎসা করায়। মঙ্গলবার রাত সোয়া ১১টায় মামলার কথা নিশ্চিত করেছেন থানার ওসি জাহিদ হোসেন।

 

যৌন নিপীড়নকারী ওই শিক্ষকের নাম হাফেজ মো. আজিজ (৩৫)। তার বাড়ি বাঁশখালীতে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ নয়ন মোস্তাফা ও ছোট ভোই হাফেজ মো. আজিজের বাড়ি বাঁশখালী। ব্রাহ্মণহাট এলাকায় এসে তারা ভবন নিয়ে এই হেফজখানা গড়ে তুলেছে।

 

শিশুটির মামা তসলিম বলেন, ওই ঘটনায় তার চাচা সাইদুল হক বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট