চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুর্বৃত্তের ব্লেডের আঘাতে আহত কোরআনে হাফেজ

নাজিরহাট সংবাদদাতা

২৬ জুন, ২০২৪ | ১২:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় আব্দুল আজিজ (১২) নামের এক কোরআনে হাফেজকে ব্লেড দিয়ে শরীরে আঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডাইলের বাড়ির আব্দুর রহিমের ছেলে।

 

মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

 

আহত আব্দুল আজিজের মামা আলাউদ্দিন বলেন, আব্দুল আজিজ একজন কোরআনে হাফেজ। ঈদুল আযহার ছুটিতে সে বাড়িতে এসেছে। আজ মাগরিবের নামাজ সে বাড়ির মসজিদে পড়েছিলো। এশার নামাযে তাকে দেখা যায়নি। আনুমানিক ৯টার দিকে সে শরীরে ব্যান্ডেজ অবস্থায় ঘরে ফেরে। এতে দেখা যায় তার হাতে পায়ে ব্লেডের আঘাতে সে রক্তাক্ত। দুর্বৃত্তদের কাউকে সে চিনতে পারেনি, তবে আকার আকৃতির ধারণা দিয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আইনের আশ্রয় নিব।

 

নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জাবির জানান, রাত ১০টার দিকে শিশুটিকে হাসাপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার হাতে পায়ে জখমের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে এটি ব্লেডের আঘাত।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট